মো: আব্দুল হাই
পরিচালক (যুগ্ম-সচিব)
ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র
জনাব মোঃ আব্দুল হাই ৩১ আগস্ট, ১৯৬২ সনে পিরোজপুর জেলায় জন্ম গ্রহণ করেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে (১৯৮৫ ব্যাচে) প্রশাসন ক্যাডারে ১৯৮৮ খ্রিঃ সনের ১৫ ফেব্রুয়ারি যোগদান করেন। মাঠ প্রশাসনে তিনি উপজেলা নির্বাহি অফিসার হিসেবে ফুলপুর, ময়মনসিংহ; মিরেরসরাই, চট্টগ্রাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, নোয়াখালী এবং অতিরিক্ত প্রধান মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে চট্টগ্রাম এবং জেলা প্রশাসক হিসেবে ব্রাহ্মণবাড়ীয়া দায়িত্বপালন করেছেন। তিনি চট্টগ্রাম ওয়াসার সচিব, গুচ্ছগ্রাম সিভিআরপি প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক, জাতীয় ল্যান্ড জোনিং প্রকল্পের প্রকল্প পরিচালক এবং শিল্প মন্ত্রণালয়াধীন বিসিআইসি এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ভূমি মন্ত্রণালয়াধীন ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে পরিচালক(সরকারের যুগ্ম-সচিব) হিসেবে দায়িত্ব পালন করছেন।