Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ মার্চ ২০২১

ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের অফিস সহায়ক বেগম রৌশন আক্তার এর ইন্তেকালে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সকল কর্মকর্তা ও কর্মচারীদের শোকবার্তা।


প্রকাশন তারিখ : 2021-03-27

            আমরা গভীর দু:খের সঙ্গে জানাচ্ছি যে, বেগম রৌশন আক্তার, অফিস সহায়ক, লাইব্রেরী শাখা, ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, ঢাকা গত ২৬ মার্চ, ২০২১ খ্রি: তারিখ রোজ শুক্রবার রাত ১০.৩০ ঘটিকায় রিলায়েন্স হাসপাতাল, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

          তিনি গত ১০/০৮/১৯৮৯ খ্রিস্টাব্দ তারিখে অফিস সহায়ক পদে যোগদান করেন। সরকারি চাকরির শুরু থেকেই তিনি অত্যন্ত সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে তাঁর দায়িত্ব পালন করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের লাইব্রেরী শাখায় দায়িত্ব পালন করে আসছিলেন। নির্ভরতার প্রতীক এই করমচারীকে আমরা কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি। বেগম রৌশন আক্তার, পিতা- হারুন-অর-রশিদ, মাতা- মোসা: রহিমা বেগম চাঁদপুর জেলার অন্তর্গত হাজিগঞ্জ উপজেলার ফুলছোয়া গ্রামে ২০ জুলাই, ১৯৭০ খ্রিস্টাব্দ তারিখে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর ৮ মাস ৭দিন। মৃত্যুকালে তিনি ৩ মেয়ে ও ১ ছেলে রেখে গেছেন।

          বেগম রৌশন আক্তার –এর এই অকাল মৃত্যুতে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সকল কর্মকর্তা ও কর্মচারী গভীরভাবে শোকাহত। আমরা মহান আল্লাহর কাছে মরহুমার বিদেহি আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি।

          মহান আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন। আমিন।